রাজধানীর বাংলামোটর মোড়ে রোববার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বিএনপির দ্বিতীয় দফা অবরোধের আজ প্রথম দিন। এর আগে ঢাকার বিভিন্ন জায়গায় চারটি বাসে আগুন দেওয়া হয়েছে। গতরাতেও (শনিবার) ঢাকার বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন লাগার খবর পান। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *