ঢাকা ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
সদর উপজেলা এ.ইউ.ই.ও আহাম্মেদ আলীর সরদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার সদর উপজেলার সরদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার (এ.ইউ.ই.ও) আহাম্মেদ আলী।
সোমবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৯টায় আকস্মিক ভাবে পরিদর্শনে তিনি সরদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এসময় তিনি ১ম ও ২য় শ্রেণীর বাংলা ও ইংরেজি ক্লাস পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সাথে “বর্ণ দিয়ে নাম” খেলাটি খেলেন। সকল শিক্ষার্থী খেলায় আনন্দের সাথে স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ সূত্রধরের সভাপতিত্বে আলোচনায় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহকারি শিক্ষক রুমা বেগম, অর্পনা দেব, নিলাঞ্জনা দাশ উপস্থিত ছিলেন।