প্রকাশিত: ৩:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিস্তিনিদের বিরুদ্ধে অন্যায় যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছেন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এই যুদ্ধের দায়ভার ইসরায়েল নিচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। প্রিন্স মোহাম্মদ বলেন, যুদ্ধের ফলে ফিলিস্তিনে ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে, যা বন্ধ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়।
মোহাম্মদ বিন সালমান গাজায় সামরিক অভিযান বন্ধের পাশাপাশি বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ মানবিক করিডোর তৈরির কথাও পুনর্ব্যক্ত করেছেন। সৌদি আরবে শুরু হয়েছে ইসলামিক দেশগুলোর সংগঠন ওয়াইসি’র বিশেষ সম্মেলন। সেখানে ইরানের প্রেসিডেন্টও অংশ নিয়েছেন।
সৌদির এই ডি ফ্যাক্টো নেতা বলেন, এই সম্মেলন একটি বিশেষ মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা যে অসহনীয় যুদ্ধের সম্মুখীন আমরা তার তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, হাজার হাজার ফিলিস্তিনি নারী পুরুষ ও শিশুরা ইসরায়েলি আগ্রাসনের ভুক্তভোগী। ইসরায়েলের হামলা গাজার হাসপতাল, প্রার্থনালয় ও অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, গাজার বেসামরিকদের রক্ষায় সংঘাত শুরু হওয়ার পর থেকেই তা বন্ধের চেষ্টা চালিয়ে আসছে সৌদি আরব।
-সূত্র: আরব নিউজ, সৌদি গেজেট
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech