নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখুন: ড. মো. আব্দুস শহীদ এমপি

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩

নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখুন: ড. মো. আব্দুস শহীদ এমপি

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আরো বহু উন্নয়মূলক প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব দেখে বিএনপি জামাত দেশে অরাজকতা শুরু করেছে।

শ্রীমঙ্গলে গ্রাম সড়ক পূর্ণবাসন প্রকল্প (BRRP) এর আওতায় শ্রীমঙ্গল শহরতলীর আশিদ্রোণ ইনিয়নের ৪ নং ওয়ার্ডের সিন্দুরখান রোডস্থ খাঁসগাঁও সুনগইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন সংস্কারকৃত ৬৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেদ্র প্রসাদ বর্ধন জহর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, বেলায়েত হোসেনসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের এতো উন্নয়ন দেখে বিএনপি, জামাত দেশে জ্বালাও পুড়াও চালাচ্ছে এবং নিরীহ মানুষ ও পুলিশ মারছে। বক্তব্যে তিনি আওয়ামী লীগ সরকারে সময় বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখার আহ্বন জানান।

0Shares