কুলাউড়ায় আসকের মানববন্ধন

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

কুলাউড়ায় আসকের মানববন্ধন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক সংঘটিত গণহত্যা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় শহরস্থ স্টেশন চৌমুহনীতে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এটিএম মান্নান। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এইড ডি রুবেলের পরিচালনায় ফিলিস্তিনের মুসলমানদের উপর চলমান নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, কেন্দ্রীয় বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, আসকের সিলেট বিভাগীয় কমিটির সহসভাপতি আতিকুর রহমান আখই, জাকির হোসেন, সংগঠনের উপজেলা কমিটির সহসভাপতি ডা. হেমন্ত পাল, সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ শাকিল, সাংগঠনিক সম্পাদক মো. বদরুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান, প্রচার সম্পাদক ইউসুফ আহমদ ইমন প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নাজমুল বারী সোহেল, পৌর আল ইসলাহের সাধারণ সম্পাদক জায়েদ বক্স টিপু, হযরত ছাতাপীর (রহ.) স্মৃতি পরিষদের সভাপতি হেলাল আহমদ, পৌর তালামীযের সভাপতি মো. আব্দুস সামাদ, স্যোসাল কেয়ার অব নেশনের সাধারণ সম্পাদক সুমন আহমদ প্রমুখ।

উপস্থিত ছিলেন আসকের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, সহসাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, আশরাফুল আলম কামরান, অর্থ সম্পাদক কাওসার আহমদ বাবলু, সহপ্রচার সম্পাদক সাইফুল সিদ্দিকী, দপ্তর সম্পাদক তফজ্জুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক আহমদ আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. এবাদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ধীরেন্দ্র মোহন দাস, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম সোলেমান, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোতাহার আলী চৌধুরী রাজু, সদস্য সাইদুল ইসলাম, সাব্বির আহমদ, হাবিবুর রহমান হোসাইনসহ সংগঠনের সদস্যবৃন্দ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ