প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘অতিসংকটাপন্ন উল্টোলেজি বানরের ছোট-বড় মিলিয়ে একটি দল এখানে বাস করছে। অতিবিপন্ন ও সংকটাপন্ন বলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এদের প্রতি সতর্কতার সঙ্গে নজরদারি করছে।’
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে নানা প্রজাতির জীবজন্তুর মধ্যে একটি হলো কেশরওয়ালা ‘সিংহ বানর’ বা উল্টোলেজি বানর বা ছোটলেজি বানর।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় এ প্রজাতিকে ‘সংকটাপন্ন’ বিবেচনা করা হয়েছে। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এরা সংরক্ষিত প্রাণী।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, অন্য বানরের লেজ নিচের দিকে নোয়ানো থাকলেও উল্টোলেজি বানরের বৈশিষ্ট্য হলো এর সোনালি রঙের লেজটি নিচের দিকে একটু উঁচু হয়ে ঝুলে থাকে। তাদের গায়ের রং হালকা সোনালি থেকে বাদামি, তবে ওপরের অংশ জলপাই ও ধূসর আর নিচের দিক ধূসর সাদা। মাথার মাঝখানটা চ্যাপ্টা ও কালচে রঙের। বয়স্ক বানরের মাথায় কখনও কখনও সিংহের মতো কেশর দেখা যায়।
১৬২ থেকে ১৮৬ দিন পর স্ত্রী বানর একটি বাচ্চা দেয়। এদের গড় আয়ু ১০ থেকে ১২ বছর। এই প্রজাতির বানর গভীর সবুজ বনে বাস করে। এরা ফলমূল ও কচিপাতা খায়।
বানরের এই প্রজাতি সম্পর্কে পরিবেশকর্মী জৈববৈচিত্র্য রক্ষা কমিটির কমলগঞ্জের সভাপতি মনজুর আহমেদ আজাদ মান্না বলেন, “এই বানরকে ইংরেজিতে বলে ‘Northern pig-tailed macaque’। কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান ছাড়াও হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে এই প্রজাতির বানর দেখা যায়। পুরুষ, স্ত্রী ও বাচ্চা মিলে ২০ থেকে ২৫টি বানর দল বেঁধে বাস করে।”
তিনি বলেন, ‘ছোটলেজি বানর এরই মধ্যে চিরসবুজ বন ও খাদ্য সংকটে বিলুপ্তির দিকে অগ্রসর হচ্ছে। তবুও মাঝে মধ্যে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ প্রজাতির বানরের এখনও দেখা পাওয়া যায়। এদের দলেই লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্রের বাঁশ বাগানে ছোটলেজি বানরের দলটিকে দেখা গেছে। আবার লাউয়াছড়া প্রধান ফটকের সামনে দুই-একটা সবসময় থাকে।’
কমলগঞ্জ সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর ছাত্র ইত্তেফাক রহমান ইমন বলে, ‘আমরা চায়ের রাজধানী কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আসলে বন্যপ্রাণী দেখার জন্য লাউয়াছড়ায় আসি। এখানে বিলুপ্ত প্রজাতির অনেক প্রাণী আছে যা অন্য কোথাও নাই।’
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘অতিসংকটাপন্ন উল্টোলেজি বানরের ছোট-বড় মিলিয়ে একটি দল এখানে বাস করছে। অতিবিপন্ন ও সংকটাপন্ন বলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এদের প্রতি সতর্কতার সঙ্গে নজরদারি করছে।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech