কারাগারে ফখরুলের সঙ্গে পরিবারের সাক্ষাৎ

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩

কারাগারে ফখরুলের সঙ্গে পরিবারের সাক্ষাৎ

ডায়াল সিলেট ডেস্ক :: কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করেন তার স্ত্রী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারুহ।

 

কারাগারে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পরিবারের সদস্যরা বাসা থেকে রান্না করা খাবারও নিয়ে যান। যদিও এসময় তারা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

 

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, কারাগারে বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী ও মেয়ে দেখা করেছেন। তিনি মোটামুটি ভালো আছেন বলে তারা জানিয়েছেন।

 

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষ ও প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় গ্রেফতার আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মহাসমাবেশের পরদিন ২৯ অক্টোবর গুলশানে নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ