প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজার জেলার জুড়ী থানা পুলিশ প্রতি রাতে দায়িত্ব পালনে সহায়তার জন্য একটি করে গাড়ি ‘রিকুইজিশন’ করত। এ জন্য পুলিশের কাছ থেকে পর্যাপ্ত জ্বালানি খরচ ও পারিশ্রমিক পেতেন না শ্রমিক-চালকেরা। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবার পুলিশকে একটি গাড়ি কিনে দিয়েছেন শ্রমিকেরা।
শুক্রবার উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেনের কাছে একটি মাইক্রোবাস হস্তান্তর করেন। হস্তান্তরের পর ওসি নিজের ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্টে লেখেন, জুড়ী থানা এলাকায় নিয়মিত টহলের জন্য উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে স্বেচ্ছায় ও স্ব-উদ্যোগে গাড়িটি প্রদান করা হয়েছে। এ জন্য তিনি শ্রমিক সংগঠনের নেতাদের আন্তরিক ধন্যবাদ জানান।
শ্রমিক সংগঠনের নেতারা জানান, প্রতি রাতে টহলের জন্য পুলিশ তাঁদের স্ট্যান্ডে একটি করে গাড়ি রিকুইজিশন করত। এতে জ্বালানি খরচ প্রয়োজনের চেয়ে অনেক কম দিত। সারা রাত গাড়ি চালিয়ে চালকেরা সামান্য কিছু টাকা পেতেন। তাই গাড়ি রিকুইজিশনে তাঁদের আগ্রহ ছিল না। তবুও বাধ্য হয়ে যেতে হতো। এসব কারণে সবাই মিলে স্থায়ীভাবে পুলিশকে একটি গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে সংগঠনের তহবিল থেকে টাকা দিয়ে মাইক্রোবাস কেনা হয়। গাড়ি হস্তান্তরের সময় সংগঠনের সভাপতি আবদুল জব্বারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক দুদুল আহমদ বলেন, জনস্বার্থে ও গাড়িচালকদের দুর্ভোগ লাঘবে তাঁদের সংগঠন এ উদ্যোগ নিয়েছে। এখন থেকে আর গাড়ি রিকুইজিশন করা হবে না বলে ওসি নিশ্চিত করেছেন। পুলিশ তাদের নিজস্ব চালক দিয়ে গাড়িটি চালাতে পারবে। এ ছাড়া ন্যায্য পারিশ্রমিক দিলে সংগঠনের পক্ষ থেকে চালক দিয়ে সহযোগিতা করা হবে।
থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, পরিবহন শ্রমিক ইউনিয়ন একটি গাড়ি দিয়েছে। জনস্বার্থে এটি ব্যবহার হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech