ডায়াল সিলেট ডেস্ক :: ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের ৩১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময়ের মধ্যে সাতটি মামলায় ৯৭৫ জনকে আসামি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন নেতাকর্মীদের হামলায় বিভিন্ন জায়গায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলেও দাবি করেন রিজভী। শনিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

 

রিজভী জানান, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসমাবেশের ৪/৫ দিন আগ থেকে এ পর্যন্ত মোট ১৩ হাজার ২১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময়ে ২৯৬টি মামলা দেওয়া হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৪ হাজার ১৩৩ জন এবং ১৪ জনের (সাংবাদিক ১ জন) মৃত্যু হয়েছে।

 

২৮ ও ২৯ জুলাই থেকে এ পর্যন্ত বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দেশে মোট ১৬ হাজার ১৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। মোট ৬৮৯টি মামলায় ৫৭ হাজার ৫২৩ জনকে আসামি করা হয়েছে। এসময়ে ৬ হাজার ২২৪ জন নেতাকর্মী আহত ১৪ জনের (সাংবাদিক ১ জন) মৃত্যু হয়েছে।

 

এছাড়াও ১৮টি মামলায় ৯ জনের মৃত্যুদণ্ডাদেশ ও ১৩৫ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *