ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মৌলভীবাজারের ফুটবল খেলোয়াড় হাজী মোঃ আবুল কালাম মতিনের দাফন সম্পন্ন
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
সালেহ আহমদ (স’লিপক):মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর নিবাসী (সাবেক সেন্ট্রাল রোড নিবাসী), মৌলভীবাজার ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ, তুখোড় ফুটবল খেলোয়াড় আমেরিকা প্রবাসী হাজী মোঃ আবুল কালাম মতিন মঙ্গলবার (১৪ নভেম্বর) আমেরিকায় স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার ১৫ নভেম্বর সকল ৬টা ৫০ মিনিটে) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ সোমবার (২০ নভেম্বর) বাদ জোহর মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) দরগা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাকে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) দরগা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মৌলভীবাজার ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ, তুখোড় ফুটবল খেলোয়াড় আমেরিকা প্রবাসী হাজী মোঃ আবুল কালাম মতিন ছিলেন সিলেট বিভাগের সেরা ফুটবল খেলোয়াড়। তিনি মৌলভীবাজার শহরের সিলেট সড়কস্থ হাজেরা ম্যানশনের স্বত্ত্বাধিকারী লন্ডন প্রবাসী মরহুম গোলাম মোস্তফা এর বড় মেয়ের স্বামী।