ছাত্রদলের নেতৃবৃন্দের গ্রেফতারে সিলেট ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩

ছাত্রদলের নেতৃবৃন্দের গ্রেফতারে সিলেট ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ
ডায়াল সিলেট ডেস্ক ::  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট সরকারি কলেজ শাখার সদস্য সচিব ইমরান হোসেন রাসেল ও সিলাম ইউনিয়ন শাখার সহ-সভাপতি শাহ্ রবিউল ইসলাম সানীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুক্তির দাবী করেছেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।
শনিবার (১৮ নভেম্বর) মহানগর ছাত্রদল দপ্তর সম্পাদক আবুল হাসনাত সাজ্জাদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকার আবারো একতরফা নির্বাচনের পায়তারা করছে। আর এতে কিছু অসাধু পুলিশ প্রশাসনের কর্মকর্তা অবলীলায় বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেফতার চালিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলমান ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে নস্যাৎ করতে চায়।
এরই ধারাবাহিকতায় ছাত্রনেতা রাসেল ও সানীকে নগরীর বন্দরবাজারে হরতাল সমর্থনে শান্তিপূর্ণ মিছিল পরবর্তী সময়ে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে।
নেতৃবৃন্দ অবিলম্বে সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন রাসেল ও সিলাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শাহ্ রবিউল ইসলাম সানী সহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।
0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ