ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার দিবাগত রাতের শেষে ২২ নভেম্বর রাত ১ টা থেকে ৩ টা পর্যন্ত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার অন্তর্ভুক্ত সাতগাঁও চা-বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল মতিন এর বাংলোয় ডাকাতির ঘটনা ঘটেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ডাকাত দল বাংলোতে প্রবেশ করে এবং বাংলোর চৌকিদারদেরকে অস্ত্রের মুখে গাছের সাথে বেঁধে সবাইকে জিম্মি করে নানা ভাবে নির্যাতনের পর মোবাইল, হাত ঘড়ি, শাড়ি, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে ৭লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন।
এসময় ১৫/২০ জনের এই ডাকাতদল রান্না করা খাবার ও খেয়ে যান।প্রায় দুই ঘণ্টা ব্যাপী তান্ডব চালিয়ে তারা উপরে উল্লেখিত মালামালসহ পালিয়ে যায়।

এ ব্যাপারে আব্দুল মতিন বাদি হয়ে একটি আভিযোগ দায়ের করেছেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি মামলা প্রক্রিয়াধীন,এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *