রাজনগরে সহকারী কমিশনার সানজিদা আক্তারকে বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৩

রাজনগরে সহকারী কমিশনার সানজিদা আক্তারকে বিদায় সংবর্ধনা

ডায়াল সিলেট ডেস্ক :: বদলিজনিত বিদায় উপলক্ষে মৌলভীবাজারের রাজনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধিত বিদায়ী  সহকারি কমিশনার (ভূমি) সানজিদা আক্তার।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফ মোহাম্মদ নিয়ামত উল্লা,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সজল কুমার চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) সানজিদা আক্তারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়া।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

0Shares