ডায়াল সিলেট ডেস্ক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলগের সাধারণ সম্পদক ও সাবেক কলেজ সংসদের ভিপি আব্দুল মালিক তরফদার (ভিপি) সোয়েব নির্বাচন করবেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব মৌলভীবাজার কলেজ রাজনীতি থেকে তার রাজনীতির জীবন শুরু হয় এরপর তিনি আমেরিকায় পাড়ি জমান। সেখানে ১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি যুক্তরাজ্যে যান। ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের সাউথাম্পটন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এবং ২০১৯ সালে তিনি মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর থেকেই তিনি দেশে অবস্থান করছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *