কুলাউড়ায় লাঙল পেলেন আব্দুল মালিক

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৩

কুলাউড়ায় লাঙল পেলেন আব্দুল মালিক

কুলাউড়া প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। এতে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জন্য লাঙল প্রতীকে মনোনীত হয়েছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মালিক। সোমবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
উপজেলার ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ এলাকার বাসিন্দা আব্দুল মালিক তার রাজনীতি জীবনে জাতীয় ছাত্র সমাজের উপজেলা কমিটির আহবায়ক, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্যের দায়িত্ব পালনের পর বর্তমানে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

0Shares