নাদেলকে ফুল দিয়ে বরণ করল কুলাউড়া আ.লীগ

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৩

নাদেলকে ফুল দিয়ে বরণ করল কুলাউড়া আ.লীগ

মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল দলীয় মনোনয়ন লাভের পর প্রথম কুলাউড়া পৌঁছলে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগতম জানান। দীর্ঘ ২২ বছর পর কুলাউড়ায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা পেয়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। সন্ধ্যা ৭টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শফিউল আলম চৌধুরী নাদেল দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে ও পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান রানা, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ। পরে তিনি হযরত শাহ্ কামাল, শাহ্ কালা ও সাবেক এমপি আবদুল জব্বারের কবর জিয়ারত করেন।

0Shares