ডায়াল সিলেট ডেস্ক :: জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে সিন্যাপ্সের প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) পেছনে ফেলে দ্বিতীয় হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‌্যাংকিংয়ে শীর্ষ থাকা ১০ বিশ্ববিদ্যালয়ে মধ্যে প্রথমে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বুয়েট।

 

সম্প্রতি সিন্যাপ্সের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ১৭ ধাপ এগিয়ে ৩৬৩১রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে শাবিপ্রবি। অন্যদিকে ৩১ধাপ এগিয়ে ৩৯৯৯ রেটিং নিয়ে প্রথম অবস্থানে আছে ঢাবি।

র‌্যাংকিংয়ের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও রয়েছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এবং মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ৪৫টি জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার ওপর ভিত্তি করে সিন্যাপ্স এই র‍্যাংকিং তালিকা প্রকাশ করে আসছে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *