কুলাউড়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা সাহেদ

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩

কুলাউড়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা সাহেদ

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মাওলানা ফজলুল হক খান সাহেদ।

উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে গত ২৮ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে তাকে আর্থিক ক্ষমতাও প্রদান করা হয়।আজ রোববার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন জানিয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, যতদিন মেয়াদ আছে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নির্বাচন করতে উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করেন সফি আহমদ সলমান।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ