সালেহ আহমদ (স’লিপক): টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে রুপগল্প ২০৪১ বাস্তবায়নে লক্ষ্যে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে ১৯তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে।
শনিবার (২ডিসেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও মৌলভীবাজার জেলায় কর্মরত সহযোগী সংগঠন সমুহের সহযোগীতায় জাতীয় মহিলা সংস্থার মরহুম আইভী রহমান হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সহযোগী সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল মালিকের সভাপতিত্বে এবং সেচ্ছাসেবী সংগঠনের সদস্য জাহাঙ্গীর আহমদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আব্দা বহুমুধি যুব সংঘের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, এমসিডার নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম মিলন, সুপ্রভাত উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহন চন্দ্র দেব, শাহীন আহমদ, ইমন মিয়া প্রমুখ। প্রধান অতিথি ও অতিথিরা কেক কেটে ১৯তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সুচনা করেন।
বক্তারা দেশ ও জাতীয় উন্নয়নে দেশের স্থানীয় এনজিও এবং সহযোগী সংস্থার উন্নয়ন কাজের উপর গুরুত্বারোপ করেন। পরে প্রেমনগর চা বাগানে শীতার্ত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *