ডায়াল সিলেট ডেস্ক :: হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে শনিবার সন্ধ্যা ৭টায় ৯ম দফায় রবিবার থেকে দেশব্যাপী ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

 

মশাল মিছিলটি নগরীর কেন্দ্রবিন্দু রিকাবীবাজার থেকে শুরু হয়ে চৌহাট্টায় এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা চৌহাট্টা পয়েন্টে আগুন জালিয়ে রাস্তা অবরোধ করে চলে যায়। পরবর্তীতে পুলিশ এসে রাস্তার আগুন নিভিয়ে যানচলাচল স্বাভাবিক করে দেয়।

 

মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মিফতাহ্ সিদ্দিকী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এই সরকার যতক্ষণ পর্যন্ত বিদায় না নেবে ততক্ষণ বিএনপির আন্দোলন সংগ্রাম চলবে এবং আমরা রাজপথ থেকেই এই ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটিয়ে তবেই ঘরে ফিরবো। তিনি রবিবার থেকে একদফা সরকারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার জন্য দেশবাসী ও উপস্থিত নেতাকর্মীদের আহবান জানান।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *