প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৩
কুলাউড়া প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল কুলাউড়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলাস্থ তার নিজবাড়িতে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নাদেল বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়। সাংবাদিকদের লেখনিতে মানুষকে আশাবাদী করতে হবে। কারণ গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে মানুষ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।
কুলাউড়ার পার্শ্ববর্তী অনেক উপজেলায় যে উন্নয়ন হয়েছে, কুলাউড়ায় দলীয় এমপি না থাকায় তার কিছুই হয়নি জানিয়ে নাদেল বলেন তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর ও পর্যটন শিল্পের উন্নয়ন, কুলাউড়ার যানজট নিরসন ও কুলাউড়ার রেলওয়ে জংশন স্টেশনের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনাসহ কুলাউড়ার ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়নে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও কুলাউড়ার সুশীল সমাজ নেতৃবৃন্দদের নিয়ে কাজ করবেন। প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন নাদেল।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech