১৬টি দল নিয়ে সিপিএস টি-২০ ক্রিকেট উদ্বোধন

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৩

১৬টি দল নিয়ে সিপিএস টি-২০ ক্রিকেট উদ্বোধন

ডায়াল সিলেট ডেস্ক :: ব্যাপক উদ্দীপনায় মঙ্গলবার (৫ ডিসেম্বর)  দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগান মাঠে ১৬ টি দলের অংশ গ্রহণে উদ্বোধন হয়েছে সিপিএস টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট ২০২৩ এর।

রেমিট্যান্স যোদ্ধা শিবলী আহমদ চৌধুরীর উদ্যোগে আয়োজিত দেড় লাখ প্রাইজ মানি এ টূর্ণামেন্ট  উদ্বোধন করেন মৌলভীবাজার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমান।

শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো জুয়েল আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কানাডা প্রবাসী কুদ্দুস চৌধুরী, টূর্ণামেন্ট উদ্যোক্তা প্রবাসী শিবলী আহমদ চৌধুরীর পক্ষে উপস্থিত ছিলেন শিরিন চৌধুরী, শাম্মি চৌধুরী ও জসিম চৌধুরী।

সিলেট বিভাগের মোট ১৬ টি দল এ টূর্ণামেন্টে অংশ গ্রহণ করে। উদ্বোধনী খেলায় ২০ ওভারে ৪ উইকেটে চৌমুহনী সুপার ফাইটার মাধবপুর হবিগঞ্জ রান সংগ্রহ করে ১৭০। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৭ ওভার ৩ বলে ১৭১ রান করে ৬ উইকেটে জয়লাভ করে মৌলভীবাজার ক্রিকেট একাডেমি।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ