প্রকাশিত: ৩:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩
স্পোর্টস ডেস্ক :: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল (বুধবার) মাঠে নামছে বাংলাদেশ। আর এই ম্যাচ জিতলে কিউইদের বিপক্ষে টাইগারদের প্রথম কোনো টেস্ট সিরিজ নিশ্চিত হবে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এই ম্যাচ জিততে দুই দলই বদ্ধ পরিকর। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আসতে পারে।
ম্যাচের আগের দিন মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের কাছে নিজের চাওয়া নিয়ে বলেন, ‘বার্তাটা একই রকম থাকবে। আমাদের যা কিছু আছে, তা নিয়েই সামনে এগোতে হবে। নিজেদের শক্তির জায়গা বুঝে প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করতে হবে প্রতিটি সেশনে। এই দলটা অভিজ্ঞতার দিক থেকে তরুণ, কিন্তু স্কিলের দিক থেকে তারা খুব ভালো। তাদের স্বাধীনতা নিয়ে খেলতে দেওয়া হয়েছে যেভাবে তারা এনসিএলে খেলে।’
দলের একাদশ সাজানো নিয়ে হাথুরু বলছিলেন, ‘আপনি নিশ্চয়ই কন্ডিশন দেখে কম্বিনেশন সাজাবেন। প্রতিপক্ষ কী করছে আপনার সীমাবদ্ধতা কোথায়— এসব টেকটিক্যাল। আফগানিস্তানের বিপক্ষে এখানে সর্বশেষ যে টেস্ট হয়েছে তখন পিচ অন্যরকম ছিল। উইকেট প্রস্তুত করার জন্য অনেক সময় পাওয়া গিয়েছিল। ৩ পেসার নিয়ে খেলা হয়েছিল প্রতিপক্ষের কথা মাথায় রেখে। আমাদের এখন যে স্কিল আছে সে অনুযায়ী খেলব। আমরা এখন যেভাবে ইচ্ছা সেভাবে কম্বিনেশন সাজাতে পারি, এটা বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া।’
এদিকে, মিরপুরেও আরেকটি স্পিনযুদ্ধ হতে পারে বলে মনে করেন কিউই অধিনায়ক টিম সাউদি, ‘আপনি যখন পৃথিবীর এই প্রান্তে আসবেন, তখন আশা করবেন স্পিনাররা এখানে বড় ভূমিকা পালন করবে। আমরা প্রথম টেস্টে যেমনটা দেখেছি এবং আমরা আশা করছি দ্বিতীয় টেস্টেও একইরকম হবে। সব মিলিয়ে আমার মনে হয় প্রথম টেস্টে কাইল (জেমিসন) অনেক সুযোগ তৈরি করেছিল। তাই আমরা ভালো কিছুর আশা করছি এবং এমনকি এই কন্ডিশনেও সে ভয়ঙ্কর হতে পারে। পৃথিবীর এই প্রান্তে সব সময়ই স্পিন যুদ্ধ হয় এবং আমরা এটাই আশা করছি।’
প্রথম টেস্টের হারের জন্য হতাশ সাউদি, ‘প্রথম ম্যাচের পারফরম্যান্স অবশ্যই হতাশাজনক। কিন্তু এখানে ভালো ক্রিকেট খেলার সুযোগ আছে। ভিন্ন ধরনের উইকেটে খেলা হবে। এর সঙ্গে মানিয়ে নিতে হবে এবং সেরা সুযোগ কাজে লাগাতে হবে আমাদের। আমরা এর জন্য উদগ্রীব। এখানে খেলতে আসা সব সময়ই চ্যালেঞ্জিং। আমরা সামনের পাঁচদিনের দিকে তাকাতে চাই। আমরা বোলিং গ্রুপ হিসেবে প্রথম টেস্টের চেয়ে ভালো পারফরম্যান্স করতে চাই এবং চাপ তৈরি করতে চাই। আমরা জানি এখানে স্পিন বড় ভূমিকা রাখে আমার মনে হয় আমাদের আরও দীর্ঘ সময় ধরে ভালো খেলতে হবে।’
সিলেটে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ ঘরের মাঠে প্রথমবারের মতো কিউইদের টেস্টে হারের স্বাদ দেয়। এর আগে ২০২২ সালে তাদের মাটিতে প্রথমবারের টেস্ট জয় পেয়েছিল টাইগাররা। কালকের ম্যাচেও একইরকম কম্বিনেশন নিয়েই নামার পরিকল্পনা ছিল স্বাগতিকদের। কিন্তু আজকের অনুশীলনে ডান হাতের আঙুলে চোট পেয়েছেন স্পিনার নাঈম হাসান। তবে তার চোটের অবস্থা কতটা গুরুতর সেটি এখনও বিস্তারিত জানা যায়নি। শেষ পর্যন্ত যদি নাঈম ঢাকা টেস্টে খেলতে না পারেন, তাহলে দলের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। সে হিসেবে পরিবর্তন আসতে পারে স্বাগতিক একাদশে!
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, হাসান মুরাদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech