মনজু বিজয় চৌধুরী: শ্রীমঙ্গল শহরের নতুন বাজারের মুন আবাসিক হোটেলের তৃতীয় তলার ২০৩ নম্বর কক্ষে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পাওয়ার ঘটনায় হত্যাকারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শ্রীমঙ্গল থানায় ৬ ডিসেম্বর বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়সহ পুলিশের একটি টিম মঙ্গলবার রাত ৯টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বাস স্ট্যান্ড থেকে হত্যাকারি সুজন মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার সুজন মিয়া ভিকটিমের ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিক্সাটি নিজ হেফাজতে নিয়ে বিক্রয়ের উদ্যেশে ভিকটিমকে হত্যা করে বলে জানায়। সুজন মিয়াকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে নিহতের নাম ইন্তাজ মীর (৫২)। তার বাড়ী জেলার কমলগঞ্জে। পরে আসামীর স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার কাকিয়ার পুলের নিকট একটি গ্যারেজ থেকে ভিকটিমের অটোরিক্সাটি উদ্ধার করে এবং তার দেহ তল্লাশী করে পাওয়া একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রসঙ্গত: গত সোমবার হোটেল মুনের ২০৩ নম্বর কক্ষ থেকে রাত ৮টার দিকে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *