প্রকাশিত: ৩:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক:: অবরুদ্ধ গাজা উপত্যকায় বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেখানকার লোকজন তীব্র খাদ্য সংকটে দিন কাটাচ্ছে। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় বেশিরভাগ মানুষই এখন আশ্রয়হীন হয়ে পড়েছে। এর মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে, গাজার লোকজনের মধ্যে বিভিন্ন ধরনের সংক্রমণ ও ছোঁয়াচে রোগব্যাধি ছড়িয়ে পড়তে পারে।
গাজা এবং পশ্চিম তীরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রিচার্ড পেপারকর্ন বলেন, বাস্তুচ্যুত লোকজনের প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দিয়েছে। তাদের জ্বালানি প্রয়োজন, শীতের কাপড় প্রয়োজন, তাদের আসলে বেঁচে থাকার জন্য মৌলিক সবকিছুই এখন জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, সেখানে সংক্রামক ব্যাধি এবং পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার বিষয়ে আমরা উদ্বিগ্ন। তিনি বলেন, সেখানকার পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। লোকজনের হাতে বিশুদ্ধ পানি পৌঁছাচ্ছে না।
এদিকে গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালের পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। সেখানে এখন বিদ্যুৎ নেই। সে কারণে কোনো ধরনের চিকিৎসাই দেওয়া সম্ভব হচ্ছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আল জাজিরাকে জানিয়েছে, আল-শিফা হাসপাতালে এখন শুধু প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজার বৃহত্তম এ হাসপাতালটি গত মাসেই ইসরায়েলি বাহিনীর টার্গেটে পরিণত হয়। হামাসের সদস্যরা আশ্রয় নিয়েছে এমন অভিযোগ এনে সেখানে নির্বিচারে নিরীহ মানুষের ওপর হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় বর্তমানে পুরো হাসপাতালের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছেন চিকিৎসকরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা, ওষুধের ঘাটতি, চিকিৎসা সামগ্রীর অভাবে সেখানে আর কোনো রোগীকেই চিকিৎসাসেবা দেওয়া যাচ্ছে না।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech