ডায়াল সিলেট ডেস্ক :: উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের রাজনগরে  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস  ২০২৩ পালিত হয়েছে।
শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার  সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ এ কে এম জিল্লুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী ও উপজেলা বিআরডিবি অফিসার গোলাম রব্বানী খান।  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শংকর দুলাল দেবের সঞ্চালনায়  বক্তব্য রাখেন রাজনগর সরকারি কলেজের রাষ্ট্র বিঞ্জান বিভাগের বিভাগীয় প্রধান শাহানারা রুবি, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ ও রাজনগর ফায়ার সার্ভিস অফিসার আলী হোসেন প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *