ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় নবাগত ওসি সঞ্জয় চক্রবর্তীর যোগদান করেছেন ।
বুধবার ১৩ ডিসেম্বর  রাতে বড়লেখা থানার বিদায়ী ওসি মোঃ ইয়ারদৌস হাসান এর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করে যোগদান করেন।
সংসদ নির্বাচনের আগ মূহূর্তে দেশের ৩৩৮ থানার ওসিকে  বদলির অংশ হিসেবে তাঁকে কমলগঞ্জ থানা থেকে বড়লেখায় বদলি করা হয়। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মৌলভীবাজারসহ সিলেটের বিভিন্ন থানার ওসিদের  বদলির অনুমোদন দেন  নির্বাচন কমিশন।
এদিকে বড়লেখা থানায় বদলির আগে সঞ্জয় চক্রবর্তী মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ওসি(তদন্ত) হিসেবে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। কুলাউড়ায় যোগদানের আগে সিলেট ডিবি পুলিশের এসআই সিলেটের কোম্পানিগঞ্জ থানা, মৌলভীবাজার মডেল থানা, ওসি জুড়ী থানা,ওসি কমলগঞ্জ থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার  মাধবপুর উপজেলার আদাঔর গ্রামে।
এক প্রতিক্রিয়ায়  নবাগত ওসি  সঞ্জয় চক্রবর্তী দায়িত্ব পালনে বড়লেখা থানা এলাকার প্রকৃত পুলিশিং সেবা,সার্বিক আইন শৃঙ্খলা রক্ষাসহ  চুরি-ডাকাতি, মাদক প্রতিরোধে সকলের সহযোগীতা ও থানায় সুনামের সাথে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *