সিলেটের সিলামে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির অডিটোরিয়াম বাস্তবায়নের দাবি

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৩

সিলেটের সিলামে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির অডিটোরিয়াম বাস্তবায়নের দাবি
সালেহ আহমদ (স’লিপক): সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ অডিটোরিয়ামের নাম শহীদ বুদ্ধিজীবী ড. আব্দুল মুক্তাদির এর নামে নামকরণের সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নের জন্য জোর দাবী জানিয়ে নিলামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় দক্ষিণ সুরমার সিলাম বাদশাহী টিল্লা হযরত শাহ্ তৈয়ব (রহ:) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে  আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী  কমিটির সদস্য, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদ, বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি ও শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।
সহকারী শিক্ষক সালমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রেজভা  খাতুন চৌধুরী, শুভ্রা রানী দেশমুখ্য, নুসরাত মাহবুব, সাদেকা বেগম প্রমুখ।
পরে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলাম চকের বাজারস্থ শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ নূর মোহাম্মদ বুলবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সভাপতি মুুদাব্বির হোসেন, ব্যবস্থাপনা পরিচালক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, পরিচালক হাজী সিরাজুল ইসলাম।
0Shares