ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের রাজনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক।
রাজনগর থানায় শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।এসময় ওসি মো. আব্দুস ছালেক জানান, রাজনগর থানা এলাকায় মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স থাকবে। এছাড়া স্থানীয় যেসব সমস্যা আইনশৃঙ্খলার ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে সেগুলো নিয়ে কাজ চলমান থাকবে। থানায় সাধারণ সেবা গ্রহীতারা যেন দালালদের দ্বারা হয়রানির শিকার না হন সেসব বিষয়ে তিনি নজর দিবেন।

আসন্ন জাতীয় সংসসদ নির্বাচন অবাধ ও শতভাগ নিরপেক্ষ রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা মতো কাজ করবেন বলে তিনি জানান।এসময় রাজনগর উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। সাংবাদিকরাও তাকে সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- রাজনগর প্রেসক্লাবের উপদেষ্টা ফারুক আহমদ বখত, সভাপতি আউয়াল কালাম বেগ, সহসভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, সদস্য কেএম সাইদুল ইসলাম, কামরুল ইসলাম, কামরান আহমদ, মাছুম বকস মাহি, সাংবাদিক কামরুল ইসলাম, জুয়েল আহমদ প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *