ডায়ালসিলেট ডেস্ক ::  বাংলাদশের চলচ্চিত্রে নতুন আঙ্গিকে আবারো ফিরে এসেছেন বাংলাদেশে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। চলচিত্র জগতে দীর্ঘদিন পর শাবনূরের প্রত্যাবর্তন ঘটছে নির্মাতা চয়নিকা চৌধুরীর হাত ধরে। এবার তিনি নতুন ছবিতে অভিনয় করবেন। এ ছবিতে মাহফুজ-শাবনূর জুটিকে নিয়ে ‘মাতাল হাওয়া’ ছবিতে অভিনয় করবেন তারা ।

 

 

সর্বশেষ মাহফুজ আহমেদের চলচ্চিত্র ‘প্রহেলিকা’ ছবিটির সাফল্যের পরপরই এই ছবির ঘোষণা দিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। মূলত মাহফুজ আহমেদ ও শাবনূর দুজনার পরিবারই অস্ট্রেলিয়ায়। সর্বশেষ প্রহেলিকা চলচ্চিত্রটি অস্ট্রেলিয়ার সিডনিতে প্রদর্শনের সময় শাবনূর উপস্থিত থেকে ছবিটির উচ্ছ্বসিত প্রশংসা করেন। মূলত সেখান থেকেই এই জুটির নতুন ছবির পরিকল্পনা নেওয়া হয়।

 

 

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘প্রহেলিকার সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া, সেই থেকেই দারুণ কিছু করবো বলেই সিদ্ধান্ত নেওয়া । আর একজন নির্মাতা যদি মাহফুজের মতো হিরো পান তাহলে তার কাজের ক্ষেত্রে অনেকখানিই সহজ হয়ে যায় । কারণ মাহফুজ খুবই দায়িত্বশীল একজন অভিনেতা।

 

সে যেটাতে কাজ করে, খুব মনোযোগ সহকারেই সে কাজের দায়িত্ব নেয়। এই জুটির কাজটি মাহফুজের কারণেই আরো সহজ হয়ে গেল।’

 

 

উল্লেখ্য, মাহফুজ-শাবনূর জুটি এর আগেও চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই জুটির কাজ নিয়ে দর্শক কৌতূহলও দীর্ঘদিনের। মাহফুজ জানান, ‘যেকোনো ভালো কাজের জন্যই টিমের বোঝাপড়াটা খুব জরুরি। সেক্ষেত্রে মাতাল হাওয়া টিম দর্শকদের জন্য দারুণ কিছু করে দেখাবে বলে আমার বিশ্বাস।’

 

 

তবে মাতাল হাওয়া’র চিত্রনাট্য লিখেছেন রায়হান খান। আগামী বছরের শুরুতেই ছবির কাজ শুরু হবে বলে জানা যায়। এতে পুরনো এবং নতুন দর্শকরা ফিরে আসা শাবনূর-মাহফুজ জুটি কতটুকু সফল হবে এ ছবিতে নির্মাতারা কতটুকু সাজিয়ে তুলবেন তা মূখ্যবিষয়।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *