প্রকাশিত: ৪:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের আল-তুয়াম এলাকায় ইসরায়েলি স্পেশাল ফোর্সের সেনাদের সঙ্গে মেশিনগান দিয়ে তুমুল লড়াই হয়েছে। এতে স্পেশাল ফোর্সের অন্তত ১১ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আল-কাসেম ব্রিগেডস।
৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় তিন মাস ধরে চলা এ যুদ্ধে গত ২৮ অক্টোবর যোগ দেয় ইসরায়েলের স্থল সেনারা। তারা গাজায় ঢুকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তবে এসব সেনা হামাসের যোদ্ধাদেরও তীব্র প্রতিরোধের মুখে পড়ছে।
এর আগে বৃহস্পতিবার হামাসের পক্ষ থেকে জানানো হয়, গত তিনদিনে তাদের হামলায় ২৫ সেনা প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্য অনুযায়ী, গাজায় এখন পর্যন্ত তাদের ১৩৪ সেনা নিহত হয়েছে। তবে এ সংখ্যা অনেক বেশি বলে দাবি হামাসের।
এছাড়া ইসরায়েলের হিব্রু ভাষার এক সংবাদমাধ্যম কয়েকদিন আগে এক প্রতিবেদনে জানায়, গাজায় যুদ্ধ করতে গিয়ে অন্তত ৫ হাজার সেনা গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে ৩ হাজার জনের হাত-পা গুরুতর জখম হয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানায়, প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল তথ্য অনুযায়ী, দুই হাজার সেনা যুদ্ধ করার সক্ষমতা পুরোপুরি হারিয়েছেন।
-সূত্র: আলজাজিরা
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech