ডায়াল সিলেট ডেস্ক :: জয়পুরহাট-২ আসনের (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আক্কেলপুরে উসকানিমূলক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে নৌকার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন। আহতদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সন্ধ্যায় আক্কেলপুর হাসপাতাল চত্বরে নৌকার প্রার্থী হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নির্বাচনী পথসভা চলছিল। পাশ দিয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরীর কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় উসকানিমূলক স্লোগান দেওয়ায় সংঘর্ষ বাধে। এতে নৌকার ছয়জন ও স্বতন্ত্র প্রার্থীর তিন কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

ঘটনার পর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোলাম মাহফুজ চৌধুরী বলেন, ‘মিছিল নিয়ে হাসপাতাল চত্বর দিয়ে যাচ্ছিলাম। এ সময় নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা মিছিলে বাধা দেয়। এতে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

 

পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী বলেন, ‘আমরা সন্ধ্যায় হাসপাতাল চত্বরে পথসভার আয়োজিন করি। এ সময় স্বতন্ত্র প্রার্থীর লোকজন উসকানিমূলক স্লোগান দেনয়। এতে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত ছয় নেতাকর্মীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *