ডায়াল সিলেট ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের জনগণের প্রতি আমাদের আহ্বান-এ পাতানো নির্বাচনে কেউ ভোট দেবেন না। দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে না চাইলে ভোট বর্জন করুন। তারা নির্বাচিত হলে দেশকে ভারতের হাতে তুলে দেওয়াটা অসম্ভব কিছু না।’ মঙ্গলবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, ‘মেহেরপুর-১ (মুজিবনগর, সদর উপজেলা) আসনের সাবেক দুই মেয়াদের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, ‘‘আমি ভারতের প্রার্থী। আমি এখানে হারার জন্য আসিনি।’’ রিজভী বলেন, ‘তাহলে বাংলাদেশ কি পরাধীনতার শৃংখলে আবদ্ধ? তলে তলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কী বিকিয়ে দেওয়া হয়েছে? আব্দুল মান্নানের এ বক্তব্য চরম রাষ্ট্রদ্রোহিতা। অথচ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা প্রতিবাদেরও সাহস পায় না তারা।’ তিনি বলেন, ‘আব্দুল মান্নানের মতো আর কে কে ভারতের প্রার্থী তার তালিকা প্রকাশ করা হোক।’

 

রিজভী বলেন, ‘গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে সুলতান সালাউদ্দিন টুকুকে ফাঁসানোর জন্য তাকে জড়িয়ে পুলিশের মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি। সোমবার সকালে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার দাবি করেছেন, গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে মোহনগঞ্জ এক্সপ্রেসে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তার মূলে নাকি ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির। তিনি যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকুর কাছ থেকে রেললাইন কাটার নির্দেশনা পান।’

 

তিনি বলেন, ‘মিথ্যাচারেরও একটি সীমা থাকে। পুলিশের এমন নাটক তারা নিয়মিত করছে। ভুয়া পাতানো নির্বাচন জায়েজ করার জন্য প্রতিটি আগুন সন্ত্রাসও লোকজনের পরিকল্পিত ও পাতানো নাটক। বিএনপি সহিংসতা ঘৃণা করে। বিএনপিসহ অঙ্গদলের নেতাকর্মীদের আটক করে, গুম করে, নির্যাতন চালিয়ে, শেখানো বুলি দিয়ে স্বীকারোক্তি আদায় করে যারা মনে করছেন যারা পার পেয়ে যাবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।’

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *