প্রকাশিত: ৩:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: আচরণবিধি ভঙ্গ করায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন দলের ২৯৬ জন প্রার্থীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখা এ তথ্য জানিয়েছে।
এবারের নির্বাচনে প্রথমবারের মতো ৩০০ আসনের প্রতিটির জন্য যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের নিয়ে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করেছে কমিশন। এই কমিটিগুলোই এ পর্যন্ত ২৯৬ জনকে শোকজ করেছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সবচেয়ে বেশি ৮৬টি শোকজ করা হয়েছে ঢাকা অঞ্চলে। এছাড়া রংপুর অঞ্চলে ১৬টি, কুমিল্লা অঞ্চলে ৪১টি, ফরিদপুরে ১৭টি, চট্টগ্রামে ২০টি, সিলেটে ১৪টি, বরিশালে ২২টি, খুলনায় ১৭টি, রাজশাহীতে ৩৪টি ও ময়মনসিংহে ৩২টি শোকজ-তলব করা হয়েছে।
তাছাড়া, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কুমিল্লা-৬ আসনের এমপি ও নৌকার প্রার্থী আকম বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা এবং বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ইসি।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech