প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪
ডায়াল সিলেট ডেস্ক :: আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ বৈঠক।
বৈঠকে বিএনপির পক্ষে দলটির সহ-স্বনির্ভরবিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি, মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার ও মাহমুদা হাবিবা উপস্থিত ছিলেন।
রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৈঠকে নির্বাচন বয়কটের কারণ, নির্বাচনী পরিবেশ এবং চলমান আন্দোলন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দলকে অবহিত করেছে বিএনপি।
এর আগে গত রবিবার (৩১ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে বৈঠক করে মার্কিন এই প্রতিনিধিদল।
৭ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণে আইআরআই ও এনডিআইয়ের মোট ১২ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় অবস্থান করবে। এর মধ্যে গত ডিসেম্বরের মাঝামাঝি প্রতিনিধিদলের পাঁচ সদস্য ঢাকায় আসেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech