ডায়াল সিলেট ডেস্ক :: মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেলেন তিনবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

রোববার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী, মোট ১৯৩টি ভোট কেন্দ্রে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান চাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৪ হাজার ৫২৫ ভোট এবং নৌকা প্রতীকে মমতাজ বেগম পেয়েছেন ৭৮ হাজার ২৬৯ ভোট।

৬ হাজার ২৫৬ ভোট বেশি পেয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু বিজয়ী হয়েছেন।

এরআগে রোববার সকালে সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মমতাজ। এ সময় তিনি বলেন, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। মা বোনেরা আসছেন। চমৎকার পরিবেশে ভোট হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *