যুগান্তরের পঁচিশে পদার্পণ উপলক্ষে সিলেটে নানা আয়োজন

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৪

যুগান্তরের পঁচিশে পদার্পণ উপলক্ষে সিলেটে নানা আয়োজন

ডায়াল সিলেট ডেস্ক :: দুই যুগ অতিক্রম করে পঁচিশে পদার্পণ উপলক্ষে সত্যের সন্ধানে নির্ভিক দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সিলেটে র‌্যালি ও কেক কাটা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় ব্যুরো অফিসে কেক কাটেন মেয়র, রাজনীতিক, গণমাধ্যম নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মীসহ সূধীজন। এর আগে সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বেরা করা হয় এক বর্নাঢ্য র‌্যালি।

 

দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, সত্যের সন্ধানে নির্ভিক এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু হয়েছিল যুগান্তরের। সত্যের পক্ষে থাকা শীর্ষস্থানীয় এই দৈনিক দুই যুগ অতিক্রম করে ২৫ বছরে পদার্পণ করেছে।

 

দীর্ঘ এই পথচলায় পাঠক প্রিয় এই গণমাধ্যমকে অনেক পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। তারা বলেন, সত্য প্রকাশে যুগান্তরের আপোষহীন ভুমিকাই পাঠকের কাম্য। তারা যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত ও দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

যুগান্তরের পক্ষে সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ বলেন, সত্যপ্রকাশ ও আপোষহীনতাই যুগান্তরের অন্যতম নীীত। একারণেই প্রকাশের মাত্র ৬ মাসের মাথায় সকল দৈনিককে ছাড়িয়ে সিলেটে শীর্ষস্থান দখল করেছিল দৈনিক যুগান্তর। পাঠকের ভালবাসায় যুগান্তর এখন দুই যুগ অতিক্রম করে পঁচিশ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় পাঠকের ভালবাসা ও সংবাদপত্রসেবীদের সহযোগিতাই ছিল যুগান্তরের সবচেয়ে বড় শক্তি। আগামিতেও পাঠক ও সংবাদপত্রসেবীরা এই পত্রিকাকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা করেন তিনি।

 

দুই পর্বের আয়োজনে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল আহ্সান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল আলম সেলিম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও কথাকলির সভাপতি শামসুুল বাসিত শেরো, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্ম্মা, দৈনিক ইত্তেফাকের অমিতা সিনহা, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাবিল আহমদ, ক্যামেরাপার্সন শাহীন আহমদ, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সিলেট জেলা সভাপতি রোটারিয়ান নির্মল কুমার সিংহ, সিলেট সদর শাখার সভাপতি রমেন্দ্র কুমার সিংহ বাপ্পা, সিনিয়র আইনজীবী সমর বিজয় সী শেখর, দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ ফটোগ্রাফার রণজিৎ সিংহ, চলচ্চিত্র পরিচালক ও যুক্তধারার মালিমিডিয়ার ক্রিয়েটিভ হেড উত্তম সিংহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের খোকন ফকির, দৈনিক আধুনিক কাগজ’র মাল্টিমিডিয়া ইনচার্জ জয়ন্ত কুমার দাস, দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাকিব আহমদ, অপু বণিক, পুলিশ ইন্সপেক্টর আকিল উদ্দিন আহমদ, গ্রীণ ডিজেবল্ড ফাউন্ডেশনর প্রধান নির্বাহী বায়েজিদ খান, যুক্তধারা মাল্টিমিডিয়ার রঞ্জন সিংহ, সুরাইয়া আক্তার রিমা ও স্বপন বোনার্জী।

 

আগত অতিথিদের স্বাগত জানান, যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন, আজমল খান, সিলেট ব্যুরোর ফটোগ্রাফার মামুন হাসান, যুগান্তর স্বজন সমাবেশ সিলেট’র সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম অনি, স্বজন সুবিনয় আচার্য্য, সুভাষ সিংহ, রুহিত, সাকিব আহমদ ও সাগর আহমদ।

 

0Shares