ডায়াল সিলেট ডেস্ক :: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন জামিনে কারামুক্ত হয়েছেন। দুই মাস ১০ দিন কারাভোগের পর মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কারা ফটকে তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

 

এসময় ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আরিফুল হক আরিফ, মাহবুব মিয়া, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আসাদুজ্জামান রিংকু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি আব্দুল মোমিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল, সাবেক ছাত্রনেতা রামপাল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জুবায়ের হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হলের সভাপতি আব্দুল জলিল আমিনুল, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সোহেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

২০২৩ সালের ২৯ নভেম্বর ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে পিটিয়ে পুলিশের কাছে তুলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ওইদিন রাতে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে। ছাত্রদলের এক নেতা জানান, ছাত্রদলের সাবেক সভাপতি খোকন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাটসহ তার মগবাজার নয়াটোলার বাসায় যাওয়ার পথে মগবাজার মাজারের সামনে ছাত্রলীগের কয়েকজন কর্মী তার পথ রোধ করেন।

 

তারা বলেন, ‘তুই ছাত্রদলের সাবেক সভাপতি খোকন না?’ এ কথা বলেই ছাত্রলীগের কর্মীরা এলোপাতাড়ি মারতে থাকে খোকনকে। মুহূর্তের মধ্যেই ১৫ থেকে ২০টি মোটরসাইকেল যোগে সেখানে ছাত্রলীগের আরও কর্মী এসে তাদের সঙ্গে যোগ দেন। তার পাঁচ মিনিট পর পুলিশের পোশাকে চারজন দুটি মোটরসাইকেলে এসে আহত খোকনকে তুলে নিয়ে যান। এসময় দৌড়ে রক্ষা পান ছাত্রদলের সাবেক নেতা সম্রাট।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *