ডায়াল সিলেট ডেস্ক :: গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ শিরোনামে লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) শ্রমিকদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মতিঝিল ও দিলকুশায় এ লিফলেট বিতরণ করা হয়।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রমিকদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, যুব সম্পাদক খোরশেদ আলম, সহ-প্রচার সম্পাদক মফিদুল ইসলাম মোহন, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি খন্দকার জুলফিকার মতিন, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ বাদল, কৃষি ব্যাংকের মিরাজ হোসেন, বিআইডব্লিউটিসির মো. আলাউদ্দিন প্রমুখ।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *