বিনোদন ডেস্ক :: এবছর মাঘের শীত রাজধানীসহ পুরোদেশ কাবু করে ছিল। কারও কারও শীতে কষ্ট হলেও কেউ কেউ আবার এ শীত দারুণভাবে উপভোগ করেছেন। তবে কয়েকদিন ধরে শীত অনেকটাই কমে গেছে। কারণ মাঘ মাস বিদায়ের পথে।

 

এদিকে মাঘের শেষে সোশ্যাল মিডিয়ায় আবেদনময়ী ছবি প্রকাশ উত্তাপ ছড়িয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান। তার এ নজরকাড়া ছবি দেখ ভক্তরা ভূয়সী প্রশংসা করছেন।

 

রুনার ছবি দেখে একজন মন্তব্য করেছেন, গর্জিয়াস। অবিশ্বাস্য। রুনা খানের পুনর্জন্ম। আপনি প্রমাণ করলেন, ইচ্ছা থাকলে অসম্ভব বলে কিছু নেই।

 

সম্প্রতি রুনা খান ওজন কমানোর কথা বলেছেন। তিনি তার ওজন কমিয়ে বেশ কয়েকবার ফটোশুট করেন। আজ (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে আবার কিছু নতুন ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।

 

জানা গেছে, রুনা খান তার সন্তান জন্মের এক বছর পর ওজন কমানোর চেষ্টা করছেন। ওজন কমানোর বিভিন্ন জিম ও প্রশিক্ষকের পরামর্শ নিয়েছেন তিনি। সাঁতারও কেটেছেন। ইয়োগা ও অ্যারোবিকস ক্লাসেও ভর্তি হয়েছেন। এক কথায় তিনি ওজন কমানোর জন্য সব ধরনের চেষ্টা করেছেন। এখন ওজন কমিয়ে নজরকাড়া ফটোশুটে সবাইকে মুগ্ধ করছেন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *