ডায়াল সিলেট ডেস্ক :: বিজ্ঞানলেখক অভিজিৎ রায় হত্যার বিচার সম্পন্ন হলেও এখনো খুনিদের শাস্তি নিশ্চিত না ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

 

অভিজিৎ রায় হত্যার নয় বছর পূর্তিতে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিজিৎ স্মরণ অনুষ্ঠানে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিজিৎ হত্যার নয় বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হয়নি। বিচারের এই দীর্ঘসূত্রিতা দেশকে আরও পিছিয়ে নেবে।

তারা বলেন, অভিজিৎ রায় একটি বিজ্ঞানমনস্ক, উদার ও যুক্তিবাদী সমাজ গঠনের লক্ষ্যে লেখালেখি করেছেন। এ কারণে তাকে প্রাণও দিতে হয়েছে। অভিজিৎসহ কয়েকজন যুক্তিবাদী লেখককে হত্যা এবং সরকারের আপোষের কারণে এখন মৌলবাদী গোষ্ঠী আরও শক্তিশালী হয়ে উঠেছে। দেশে এখন একটি ভয়ের পরিবেশ বিরাজ করছে। মানুষজন কথা বলতেও ভয় পায়। লেখকরা স্বাধীনভাবে লেখালেখি করতে পারেন না।

এসময় অভিজিতের প্রতিকৃতিতে ফুল দিয়ে ও আলোক প্রজ্বলনের মাধ্যমে খুন হওয়া এই লেখককে স্মরণ করা হয়।

অভিজিৎ স্মরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন স্থপতি রাজন দাস, প্রাবন্ধিক ও লেখক এনামুল হক, পরিবেশকর্মী আশরাফুল কবীর, হযরত বিনয় ভদ্র, দেব্যজ্যোতি দেবু, অরূপ বাউল, লেখক সামসুল আমিন, মাহবুব রাসেল, রিপন চৌধুরী, মেকদাদ মেঘ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, কবি মিসবাহ জামিল প্রমুখ।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *