ছাত্রদল ও মহিলা দল নেতাদের সঙ্গে তারেক রহমানের ভিডিও কনফারেন্স

প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৪

ছাত্রদল ও মহিলা দল নেতাদের সঙ্গে তারেক রহমানের ভিডিও কনফারেন্স

ডায়াল সিলেট ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন জাতীয়তাবাদী মহিলা দল এবং নবগঠিত জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। রবিবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ভিডিও কনফারেন্স হয়।

 

তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম , প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সভাপতি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকসহ অনেকে অংশ নেন।

 

0Shares