বঙ্গমাতা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেতন বঞ্চিতদের সড়ক অবরোধ

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৪

বঙ্গমাতা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেতন বঞ্চিতদের সড়ক অবরোধ

ডায়াল সিলেট ডেস্ক :: চাকরি স্থায়ীকরণ, বকেয়াসহ বেতন-ভাতা পরিশোধসহ ৩ দফা দাবিতে সড়ক অবরোধ করেছে সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ।

 

মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় নগরীর চৌহাট্টাস্থ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করেন বেতন বঞ্চিতরা। এসময় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

 

আন্দোলনকারীরা জানান, ১৫ মাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। সামনে পবিত্র রমযান মাস। এভাবে চলতে থাকলে আত্মহনন ছাড়া আর কোনও উপায় থাকবে না। সমস্যা সমাধানে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

 

সড়ক অবরোধকালে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

0Shares