আন্তর্জাতিক ডেস্ক :: জাপানি মাঙ্গা শিল্পী ও কমিক স্রষ্টা আকিরা তোরিয়ামা মারা গেছেন। ১ মার্চ মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। শুক্রবার (৮ মার্চ) শিল্পীর মৃত্যুর বিষয়টি জানিয়েছে তার স্টুডিও।

 

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, মস্তিষ্কে রক্ষক্ষরণের কারণে মৃত্যু হয়েছে শিল্পী আকিরার। তিনি ‘ড্রাগন বল’ সিরিজের জন্য বিশ্বব্যাপী পরিচিত ছিলেন। যেটি কিনা পরবর্তীতে সিনেমা, ভিডিও গেম ও টেলিভিশন শো হিসেবে তৈরি হয়েছে।

 

শিল্পী আকিরার মৃত্যুতে ‘ড্রাগন বল’ অফিশিয়াল ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, সৃষ্টির মাঝামাঝি সময়েও তার দুর্দান্ত কাজ ছিল। আমরা আশা করি তার অনন্য সৃষ্টি আগামী দীর্ঘ সময়ের জন্য সবার কাছে অব্যাহত থাকবে।

১৯৮৪ সালে প্রথম সাপ্তাহিক শোনেন জাম্প কমিক ম্যাগাজিনে ধারাবাহিক করা হয়েছিল ‘ড্রাগন বল’। এরপর ৮০টিরও বেশি দেশে এটি থেকে সিনেমা, ভিডিও গেম ও টেলিভিশন সিরিজ করা হয়েছেল।

 

টোরিয়ামা ব্লকবাস্টার রোল-প্লেয়িং গেম সিরিজ ‘ড্রাগন কোয়েস্ট’-এর একটি চরিত্র এবং দানব ডিজাইনার হিসেবেও পরিচিত ছিলেন।

 

‘ড্রাগন বল’ সিরিজের নায়ক সন গোকু। শয়তানি শক্তির সঙ্গে পৃথিবীর লড়াইয়ে গোকু হচ্ছে একজন নীল গ্রহের ভরসা। তার লক্ষ্য হচ্ছে একের পর এক ড্রাগন বল সংগ্রহ করে শক্তিশালী হওয়া। গত চার দশকে বিশ্বজুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *