জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৪

জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডায়ালসিলেট ডেস্ক ::  জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ডেভেলপমেন্ট কমিটি ২০১৬ ইউকে শাখার অর্থায়নে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে ছাত্রীদের নামাজ কক্ষের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

 

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে মোনাজাতের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এসময় মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়েরর ধর্মীয় শিক্ষক মাওলানা দিলোয়ার হোসেন।

জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মুহিদ হোসেন ও প্রাক্তন শিক্ষক আলাউর রহমানের সার্বিক তত্বাবধানে অনুষ্টানে উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট কমিটির সভাপতি ফয়জুন নুর মাসুক, সহ সভাপতি আব্দুল হক আবু, আলমাছ খান আজাদ,

সেক্রেটারী হাজী তহুর আলী, এসিসট্যান্ট সেক্রেটারী এম এ আলী, বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ মোঃ আব্দুল মুক্তাদির, ম্যানেজিং কমিটির সদস্য এবাদুর রহমান চৌধুরী, বিশিষ্ট মুরব্বী সালিক মিয়া, লালাবাজার কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী সিফতা, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক শফিক আহমদ শফি, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলী, শিক্ষক নির্মল লাল মালাকার, আব্দুল মতিন, আল আমিন, বদরুল ইসলাম চৌধুরী, নিজাম উদ্দিন, হাসিনা বেগম, তাহেরা ফেরদৌস, আমিনা বেগম, সবুজ আহমদ, ফারুক খান প্রমুখ।

 

 

0Shares