ডায়ালসিলেট ডেস্ক :: আল-আমিন এসোসিয়েটস (প্রাঃ) লিমিটেড সিলেটের ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গত শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন আল-আমিন এসোসিয়েটস (প্রাঃ) লিমিটেড, সিলেট-এর চেয়ারম্যান প্রফেসর ডা. এম,এ ওয়াহিদ।

 

আরো উপস্থিত ছিলেন আল-আমিন এসোসিয়েটস (প্রাঃ) লিমিটেড, সিলেট-এর ভাইস-চেয়ারম্যান এটিএম শোয়েব, প্রতিষ্টানের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হাসান লোদী (কয়েস লোদী), ফাইন্যান্স ডাইরেক্টর ডা. সোলাইমান আহমেদ।

 

 

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মুফতি আরিফ হাসান। সভা সঞ্চালনা করেন কোম্পানীর সচিব অঞ্জন কুমার দাশ।

 

এসময় আল-আমিন এসোসিয়েটস (প্রাঃ) লিমিটেড, সিলেট-এর সকল সম্মানী পরিচালকবৃন্দ, প্রবাসী পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারবৃন্দ এবং কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

উক্ত আল-আমিন এসোসিয়েটস (প্রাঃ) লিমিটেড, সিলেট-এর অঙ্গ প্রতিষ্ঠান সমূহের মধ্যে সিলেট বিভাগের প্রথম এবং একমাত্র পূর্নাঙ্গ ডেন্টাল কলেজ হচ্ছে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ, আল-আমিন নার্সিং কলেজ এবং আল-আমিন জেনারেল হাসপাতাল। এ পর্যন্ত ২টি প্রতিষ্ঠানে ৬২২জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছেন। তাছাড়া শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, চিকিৎসকবৃন্দ এবং কর্মকর্তা/কর্মচারীসহ মোট ১৩২ জন কর্মরত আছেন।

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ-এর ডেন্টাল বহির্বিভাগে প্রতিদিন স্বল্প খরচে দন্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বিজ্ঞপ্তি

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *