ডায়ালসিলেট ডেস্ক ::  সিলেটের শাহ্জালাল (রহ:)  মাজার জিয়ারত করে ফেরার পথে অনিক হোসেন (২০) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক হারিয়ে গিয়েছে। তার পিতার মো. ওসমান গণি, মাতা আয়েশা বেগম। ঠিকানা লাউতারা, থানা দৌলতপুর, জেলা মানিকগঞ্জ।

তাঁর গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ফুট ৬ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল ফেস্ট রঙ্গের পাঞ্জাবি।

গত ২০ ফেব্রুয়ারি কোতোয়ালি থানাধীন হযরত শাহ্জালাল (রহ:) মাজার জিয়ারত করার পর থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজের বিষয়টি উল্লেখ করে তার মা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন (যার নং- ২৪১১/২৭.০৪.২৪)।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে তার মা আয়েশা বেগম এর মোবাইল- ০১৭১৪৮১৩৬৫৫ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হল। বিজ্ঞপ্তি

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *