ডায়ালসিলেট ডেস্ক :: সিলেট সোসাইটি জুনিয়র ইউনিটের পক্ষ হইতে তীব্র গরমে তৃতীয় দিনের মতো শতাধিক পথচারী এবং শ্রমজীবী মানুষের মাঝে শুকনো খাবার ও কোমল পানীয় বিতরণ করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) বিকালে নগরীর উপশহর এলাকায় এই খাবার ও কোমল পানীয় বিতরণ করা হয়।
সিলেট সোসাইটি জুনিয়র ইউনিটের সিনিয়র যুগ্ম আহবায়ক জুলকার নাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ তাওহীদ জাহান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাঃ সিরাজুল ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবু তাহের চৌধুরী, লিয়াকত আলী খান, সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, তথ্য ও সম্প্রচার বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন, জুনিয়র ইউনিটের যুগ্ম আহবায়ক তালহা জুবায়ের। বিজ্ঞপ্তি