ডায়ালসিলেট ডেস্ক ::  গত ১৪ এপ্রিল সকালে ভারতের মুম্বই শহরের বান্দ্রা এলাকায় বলিউড স্টার সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে  বাইরে গুলি চালায় দুই ব্যক্তি।  সেই ঘটনার তদন্তে নেমে একাধিক দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের লকআপেই আত্মহত্যা করে সালমান খানের বাড়িতে গুলি চালানোর মামলায় অভিযুক্ত অনুজ থাপন।

জেলের শৌচাগারে বিছানার চাদর ব্যবহার করে ২৩ বছর বয়সী ওই ব্যক্তি আত্মহত্যা করে। পরে তাকে দ্রুত জিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বই পুলিশের সদর দফতরে অবস্থিত ক্রাইম ব্রাঞ্চ অফিসের লকআপে রাখা হয়েছিল। পাঞ্জাব থেকে গ্রেপ্তার করা হয় অনুজ থাপনকে।

গত ১৬ এপ্রিল গুজরাটের ভুজ থেকে দুজনকে গ্রেপ্তার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের পুলিশ। গ্রেপ্তারকৃতরা বিহারের বাসিন্দা। মুম্বই পুলিশের বিশেষ টিম গুজরাটে গিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তারা হলো- ভিকি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১)। দুই যুবকই বিহারের চম্পারণের। দু’জনই প্রফেশনাল শুটার হিসাবে পরিচিত। তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

পুলিশ সুরাতের তাপি নদী থেকে দুটি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১৭টি কার্তুজ উদ্ধার করে। মুম্বাই পুলিশ, যারা সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার তদন্ত করছে, খুঁজে বের করার চেষ্টা করছে লরেন্স বিষ্ণোই গ্যাং ভারতের বাইরে কাজ করা দেশবিরোধীদের কাছ থেকে অর্থ বা অস্ত্রের আকারে কোনো ধরনের সাহায্য পাচ্ছে কি-না। লরেন্স বিষ্ণোই, বর্তমানে আহমেদাবাদের সবরমতি কেন্দ্রীয় কারাগারে বন্দি। তার ছোট ভাই আনমোল যুক্তরাষ্ট্র বা কানাডায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে, এই মামলার প্রধান সন্দেহভাজন।

সূত্র : ফিনান্সিয়াল এক্সপ্রেস

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *