প্রকাশিত: ৭:১৬ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :: জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনসহ অন্যান্য সনদ বাণিজ্যের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) ২জন কর্মচারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
তাদের একজনকে বাগেরহাট থেকে লিটন মোল্লা ও অপরজন জামাল উদ্দিনকে পাবনা থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
সিটিটিসি প্রধান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারি করতে গিয়ে এ চক্রের সন্ধান পায় সিটিটিসির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। জামাল নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর। তার সহায়তায় লিটন ইসির সার্ভার থেকে এনআইডি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতেন। তারা অর্থের বিনিময়ে জাল এনআইডি প্রদান, হারানো এনআইডির কপি তৈরি, এনআইডির তথ্য সংশোধন, জন্ম নিবন্ধনের ডিজিটাল কপি ও নাম সংশোধন, কোভিড-১৯-এর টিকা সনদ ও টিন সার্টিফিকেটের কপি তৈরি করে সরবরাহ করতেন। আর এ কাজের গুরুত্ব অনুযায়ী তিন হাজার টাকা পর্যন্ত নিতেন।
এছাড়া তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে গ্রাহক সংগ্রহ করতেন। গ্রাহকের চাহিদা অনুযায়ী লিটন নিজের তৈরি ওয়েবসাইটের মাধ্যমে এসব জাল সনদ তৈরি করে গ্রাহকদের দিতেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন। এভাবে তারা প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়েছে। এইসব প্রতারকচক্রে সাথে নির্বাচন কমিশন ও স্বাস্থ্য অধিদপ্তরে কর্তব্যরত কিছু অসাধু কর্মচারীও জড়িত। তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িত সবাইকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech